ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আর্জেন্টিনাকে ধন্যবাদ জানালো ফিলিস্তিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১১:৫৫:০৭
আর্জেন্টিনাকে ধন্যবাদ জানালো ফিলিস্তিন

এর আগে ইসরায়েলি দখলদারদের বিপক্ষে এই ম্যাচটি যাতে আর্জেন্টিনা না খেলে সেজন্য আর্জেন্টিনাকে অনুরোধ করে ফিলিস্তিন। তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় ম্যাচটি খেলতে চেয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ম্যাচটি খেলবে এমনটা বুঝতে পেরে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন সভাপতি মেসিকে এই ম্যাচটি না খেলার জন্য অনুরোধ করে। মেসিকে শান্তি ও ভালোবাসার প্রতীক বলেও মন্তব্য করেছিলেন তিনি। একই সাথে যদি মেসি এই ম্যাচটি খেলে তাহলে মেসির জার্সি পুড়ানোর ঘোষনা দিয়েছিল ফিলিস্তিন।

ফিলিস্তিনের এক ফুটবলারও আর্জেন্টিনাকে এই ম্যাচটি না খেলার জন্য অনুরোধ করে। ইসরায়েলি সেনাদের বুলেটে পা হারিয়ে সেই ফুটবলার বিছানায় এখন দিন কাটাচ্ছে।

তবে শুরুতে খেলার সিদ্ধান্তে অটল থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিনের দাবীর মুখে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বাতিল করে দেয় মেসির আর্জেন্টিনা।

ইসরায়েল দূতাবাসও এই তথ্য নিশ্চিত করেছে যে, আর্জেন্টিনা ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি হচ্ছে না।

এদিকে এই ম্যাচটি বাতিল করায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে