ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রামুতে ইউপি চেয়ারম্যানের মাতাল ছেলের গাড়ির নিচে রিক্সাচালক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৮ ১৫:২৭:৫৪
রামুতে ইউপি চেয়ারম্যানের মাতাল ছেলের গাড়ির নিচে রিক্সাচালক

২২ এপ্রিল কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় সংগঠিত এ ঘটনায় করা মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ছেলে মো. রিয়াদকে (১৮) অবশেষে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের এবিসি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে রিয়াদ ওই রিকশাচালককে চাপা দেয়। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় সেদিন আহত হন আরও দুইজন।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, প্রাইভেট কারের ধাক্কায় পা হারানো আব্দুল মালেকের ভাই আবদুর রহিম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মামলার বাদী আবদুর রহিম বলেন, আমার ভাই রিকশা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দুর্ঘটনার পর আমরা বহুভাবে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। অনুরোধ করেছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য। কিন্তু চেয়ারম্যান আমাদের কথা শোনেননি।

তিনি আরো বলেন, এ দুর্ঘটনার কারণে আমার ভাইয়ের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন মানুষের সহযোগিতা নিয়ে চলছে তার চিকিৎসা।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল মনসুর বলেন, গ্রেফতার রিয়াদকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে