ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি মুক্তি পাচ্ছে ভারতের ১৫০ হলে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ৩০ ১২:৩১:১৮
বাংলাদেশি মেঘলার তেলেগু ছবি মুক্তি পাচ্ছে ভারতের ১৫০ হলে

সিনেমাটির ব্যাপারে মুক্তার সঙ্গে কথা হয় দৈনিক আমাদের সময় অনলাইনের। মুক্তা বলেন, ‘গত বছরের শুরুর দিকে ছবি শুটিং হয়। ভারতের অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরালার বেশ কিছু স্থানে এর দৃশ্যধারণ করা হয়। প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি আমার অভিষেক হচ্ছে ভারতে। ছবির মুক্তি উপলক্ষে আমি এখন হায়দরাবাদে। তেলেগু ভাষার অভিনয় করা, কঠিন একটা কাজ ছিল। এটা অন্য রকমের এক অভিজ্ঞতা।’

মেঘলা মুক্তা জানান, ২০১৭ সালের শেষ দিকে, ভারতীয় এক বন্ধুর মাধ্যমে তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান। এরপর তিনি হায়দরাবাদে গিয়ে অডিশন দেন। অডিশনে টিকে গেলেও শুটিংয়ে ভাষার কারণে সমস্যা পড়েন।

তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষার কারণে প্রথমদিকে খুব সমস্যায় পড়ি। এজন্য হায়দরাবাদে গিয়ে তেলেগু ভাষার ওপর একটা কোর্সও করি। তাও গুছিয়ে উঠতে পারছিলাম না। আমার জন্য শুটিংয়ে একজন দোভাষী ছিলেন। তিনি তেলেগু সংলাপগুলো ইংরেজিতে লিখে দিতেন আমাকে। আর আমি বাংলা করে দৃশ্যটি বুঝে নিতাম।’

ভারতের তেলেগু ভাষায় নির্মিত ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবিটি পরিচালনা করেছেন শিবা গণেশ। ছবিতে তার বিপরীতে আছেন তানিষ্ক রেড্ডি। জানা গেছে, ছবিতে মেঘলাকে দেখা যাবে চৈত্রা চরিত্রে। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি খল অভিনেতা হিসেবে ছিলেন রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে।

উল্লেখ্য, মডেলিং পাশাপাশি মেঘলা মুক্তা অভিনয় করেন যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে