ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেট নিয়ে আসিফের ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ২২ ১২:৪২:২৪
ক্রিকেট নিয়ে আসিফের ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’

২০০৪ সালে গেয়েছিলেন ‘শাবাশ বাংলাদেশ’। সে সময় গানটি গেয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর সারা দেশে আলোড়ন তুলেছিল। আসছে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় ১৫ বছর পর ক্রিকেট নিয়ে ফের গাইলেন গানের এই যুবরাজ। যার শিরোনাম ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বয্য।

শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি। গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’ বললেন আসিফ আকবর।

গানটি নিয়ে আশাবাদী আরেক শিল্পী পূজা। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে আসিফ ভাইয়ের প্রথম গাওয়া গানটি সবার প্রিয়। এবার তার গাওয়া দ্বিতীয় এই গানটিতে আমরাও গেয়েছি। আশা করছি এই গানটিও বিশ্বকাপের আগে আগে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে।’

জানা গেছে, আগামী ২৫মে চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উঠবে গানটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে