ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সদ্য সংবাদ

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের দারুন সুখবর দিল মালয়েশিয়া সরকার*** আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন অধিনায়ক বাবর আজম*** গুজরাট টাইটান্সের কাছে বোলিং ব্যর্থতায় ৩৫ হারলো চেন্নাই, মুস্তাফিজের কাছে আসলো বিশেষ অনুরোধ*** আগামীকাল সন্ধ্যা ৬টা বা বিকেল ৩টায় নয় নতুন সময়ে জিম্বাবুয়ে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ*** ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ*** ডু অর ডাই ম্যাচে হারলো চেন্নাই, আইপিএল নিয়ে যা বললেন মুস্তাফিজ*** ৩ পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো বাংলাদেশ***

মাছের শরীরে পাখির মাথা!

২০১৮ জুন ১২ ১৬:৩৩:০৭
মাছের শরীরে পাখির মাথা!

‘করবো মোরা মাছের চাষ, থাকবো সুখে বারো মাস’— স্লোগান আমাদের সবারই জানা। এমন ধারণা হয়তো চীনেও বিদ্যমান। আর এটিকেই সম্বল করে এক ভদ্রলোক বড়শি ফেলেছিলেন পানিতে। কিন্তু তাতে উঠে এলো অদ্ভুত এক মাছ।

আরও পড়ুন- মাছের মুখে মানুষের দাঁত!

জানা যায়, চীনের এক শৌখিন মাছশিকারির বড়শিতে উঠে এসেছে এমন অবাক করা মাছটি। মাছটির চেহারা দেখে মনে হচ্ছে- এটি সাধারণ রুই-জাতীয় মাছ। কিন্তু মাথাটি অবিকল কবুতরের মতো।

এশিয়া ও উত্তর আমেরিকায় এ জাতীয় রুই সহজেই পাওয়া যায়। কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাও এর আগে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা জানান, মাছটিকে ধরা হলেও মেরে ফেলা হয়নি। পরে এটিকে পানিতে ছেড়ে দেওয়া হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে