ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্যানিটাইজার ব্যবহারে সাবধান, তৈরি হচ্ছে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৩ ১০:৩৬:৩০
স্যানিটাইজার ব্যবহারে সাবধান, তৈরি হচ্ছে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার

এদিকে এই স্যানিটাইজার বাজারজাতকরণের দায়ে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাঙ্গা এলাকায় ওই গ্রুপের প্রাণ চরকা টেক্সটাইল কারখানায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ড্রাগস সুপারসহ র‌্যাব-১১ এর একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণ অনুনমোদিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এছাড়া কোম্পানির হবিগঞ্জস্থ কারখানায় উৎপাদনের অনুমতি থাকলেও গেটওয়েল ব্র্যান্ডের সার্জিক্যাল মাস্ক পলাশের চরকা কারখানায় উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এসব পণ্য অনুমোদন ছাড়া উৎপাদন না করার শর্তে মুচলেকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মোস্তাক আহমেদ জানান, অফিসের বাইরে থাকায় তিনি বিস্তারিত জানেন না। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর এ বিষয়ে কথা বলবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে