ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

করোনা বিস্তার রোধে বাংলাদেশকে সুখবর দিল চীন

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ জুলাই ২৪ ১২:১১:৪৯
করোনা বিস্তার রোধে বাংলাদেশকে সুখবর দিল চীন

এতে বলা হয়েছে, ভিডিও আলাপে করোনা মহামারী প্রসঙ্গ ছাড়াও চীন ও বাংলাদেশের মধ্যে গণমাধ্যম যোগাযোগ এবং সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন তারা। এ সময় চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর লিউ ঝেনহুয়াও উপস্থিত ছিলেন। বার্তায় বলা হয়েছে, হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এ বছরের শুরুর দিকে যখন চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল, তখন একটি ভালো প্রতিবেশী এবং অংশীদার হিসেবে চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশেষ চিঠির মাধ্যমে চীনের প্রতি সমবেদনা ও সমর্থন প্রকাশ করেছিলেন। বার্তায় দেয়া তথ্যে জানানো হয়, হাছান মাহমুদের সঙ্গে আলাপকালে লি জিমিং আরও বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার হবে। দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস ও আস্থা আরও গভীর হবে এবং দুই দেশের গণমাধ্যমগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা আরও গভীর পর্যায়ে নিয়ে যাবে। চীনা দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ড. হাছান মাহমুদ বাংলাদেশের প্রতি চীনের সহায়তার প্রশংসা করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে