ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দারুন খেলছেন ইমরুল একাই রানের চাকা সচল রেখেছেন, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৮ ১৪:৪৫:৩৪
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দারুন খেলছেন ইমরুল একাই রানের চাকা সচল রেখেছেন, দেখেনিন সর্বশেষ স্কোর

তবে শুরুর ধাক্কা সামলে নেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়। এই দুইজন মিলে গড়ে তোলেন ১৩১ রানের পার্টনারশিপ। ৬২ বলে ৩৮ রান করে কামরুল ইসলাম রাব্বি বলে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল হাসান জয়।

তবে এইদিন সেঞ্চুরি মিস করেছেন তানজিদ হাসান তামিম। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে ৯৩ বলে ৮১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উইকেটে বেশি সময় টিকতে পারেননি তৌহিদ হৃদয়। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়েন আকরব ও দীপু। শহিদুলের জায়গা দাঁড়িয়ে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আকবর। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান।

ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হন শামীম হোসেন৷ এক ছক্কায় ১২ বলে ৮ রান করে মোসাদ্দেকের বলে সাজঘরে ফেরেন তিনি। অর্ধশতক হাঁকিয়ে রুবেলের শিকার হন দীপু। ৬৩ বলে ৫১ রান করেন তিনি। সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশে এইচপি ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি স্টাইলে ব্যক্তিগত ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। আজকের ম্যাচের একাদশে সুযোগ পেয়ে ভালো খেলছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

অধিনায়ক মমিনুল হককে সাথে নিয়ে ইতিমধ্যেই ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট দলীয় সেঞ্চারি পার করলো বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিক ২ এবং ইমরুল কায়েস ৩৭ রান করে অপরাজিত রয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে