ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেসি নয় পিএসজির এক নম্বর যে ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৮ ১৫:০০:৪২
মেসি নয় পিএসজির এক নম্বর যে ফুটবলার

মাত্রই অন্য ক্লাব থেকে আসা মেসির চেয়ে, ক্লাবে দীর্ঘদিন ধরে পারফর্ম করে যাওয়া তরুণ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকেই এক নম্বর ধরে পিএসজির পরিকল্পনা সাজানো উচিত বলে মনে করেন আনেলকা। তাই মেসির উচিত এমবাপের জন্য সুযোগ তৈরি করা।

লা প্যারিসিয়েনকে দেয়া সাক্ষাৎকারে আনেলকা বলেছেন, ‘এমবাপেকেই পিএসজির আক্রমণের নেতৃত্ব দেয়া উচিত। কারণ সে এক নম্বর। মেসি বার্সেলোনায় এক নম্বর ছিলো। কিন্তু এখন তার এমবাপেকে খেলাতে হবে। সে (এমবাপে) পাঁচ বছরে এই ক্লাবে। মেসির তাকে সম্মান করতে হবে।’

পিএসজিতে পাঁচ বছর ধরে খেললেও বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি রয়েছে। চলতি মৌসুম শুরুর আগে ক্লাবের পক্ষ থেকে অন্তত ছয়বার চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছে এমবাপেকে। কিন্তু তিনি তা করেননি। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপের।

নিজের স্বদেশি উত্তরসূরির এমন চাওয়ার পেছনে কারণটা বুঝতে পারছেন আনেলকা। তিনিও মনে করেন, ব্যালন ডি অর জেতার জন্য পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া ইতিবাচক সিদ্ধান্তই হবে এমবাপের জন্য।

আনেলকার ভাষ্য, ‘শুধু গতির দিকটাই যদি ধরি, সে অনন্য এক খেলোয়াড়। এই বিশ্বে তার মতো আর কেউ নেই। যদি পিএসজি তাদের দলের ভালো চায়, তাহলে তাকে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমার মনে হয়, সে ভিন্ন কিছু দেখতে চাইছে। এটা স্বাভাবিক। সে ব্যালন ডি অর জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু সে উয়েফা কো-ইফিশিয়েন্ট অনুযায়ী ছয় নম্বর লিগে খেলে তা কীভাবে জিতবে? গত তিন বছর স্পেন বা ইংল্যান্ডে খেললে এরই মধ্যে সে ব্যালন জিতে যেতো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে