ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ পর্যন্ত মেসিকেও এটা করতে হলো, তোলপাড় পুরো ফুটবল বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৯ ১৬:৩৬:১১
শেষ পর্যন্ত মেসিকেও এটা করতে হলো, তোলপাড় পুরো ফুটবল বিশ্ব

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গুরু পেপ গার্দিওলার ক্লাবের বিপক্ষে গোল করেছেন মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে যেটি প্রথম গোল আর্জেন্টাইন খুদেরাজের।

ম্যাচ শেষে সেই গোল নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু হচ্ছে অন্য এক ঘটনা নিয়ে। ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ। সেই ফ্রি-কিক ঠেকাতে মানব প্রাচীরের নিচে শুয়ে পড়েন মেসি। বিটি স্পোর্টসের দুই ফুটবল বিশ্লেষক ওয়েন হারগ্রেভস আর রিও ফার্দিনাদ রীতিমতো অসম্মানজনক ব্যাপার মনে করছেন পুরো ব্যাপারটিকেই।

হারগ্রেভস বলেন, ‘আমরা এটা বিশ্বাস করতে পারছি না। সে (মেসি) যদি সর্বকালের একমাত্র সেরা নাও হয়, সর্বকালের সেরাদের একজন তো বটেই।’

আরেক বিশ্লেষক ফার্দিনাদ পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ‘পচেত্তিনো যখন তাকে (মেসি) ট্রেনিং গ্রাউন্ডে এটা প্র্যাকটিস করতে বলেছিল, তখনই কেউ একজন গিয়ে বলা দরকার ছিল-না, না, না, না, মেসির সঙ্গে এটা হতে পারে না।’

পুরো ঘটনাকে অসম্মানজনক আখ্যা দিয়ে ফার্দিনাদ বলেন, ‘আপনি এটা করতে পারেন না। এটা অসম্মানজনক। আমি হলে এটা করতে দিতাম না। যদি আমি দলে থাকতাম, তবে বলতাম, না, প্রয়োজনে আমি তোমার জন্য শুয়ে পড়বো।’

সঙ্গে যোগ করেন, ‘আমি তাকে এভাবে শুয়ে পড়তে দিতামই না। আমি এটা দেখতে পারতাম না। তার জার্সি নোংরা হতে পারে না। মেসির বেলায় এটা হতেই পারে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে