ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ধোনি বাবার মতো বলে তাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মাথিশা পাথিরানা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ০৪ ১৯:২৪:৩৯
ধোনি বাবার মতো বলে তাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মাথিশা পাথিরানা

গতবার থেকে আইপিএল খেলছেন শ্রীলঙ্কান তরুন পেসার বেবি মালিঙ্গা খ্যাত পাথিরানা। ধোনির ছাওয়াতে গতবার থেকেই দারুন পারফরমেন্স করে আসছেন তিনি। এবারের আইপিএলেও আছেন দারুন ফর্মে। তরুণদের মধ্য থেকে সেরাটা বের করে আনায়ও বিশাল একটা গুন ধোনির। সে বিষয়টাই এবার ভিন্নভাবে বুঝিয়ে দিলেন মাথিশা পাথিরানা। তার মতে– ‘ক্রিকেট জীবনে ধোনি আমার বাবার রোলটা প্লে করেন।’

গত আইপিএলে ধোনির ছায়ায় দুর্দান্ত পারফর্ম করার পর ইমার্জিং প্লেয়ারের পুরস্কারও পান পাথিরানা। চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করে সেরা বোলারের তালিকায় আছেন পাঁচ নম্বরে।

চেন্নাইয়ের প্রকাশিত একটি ভিডিওতে কথা বলেছেন পাথিরানা, ‘আমার ক্রিকেট জীবনে বাবার পর তিনি (ধোনি) আমার বাবার ভূমিকা পালন করছেন। তিনি আমার যত্ন নেন এবং আমাকে কী করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেন, ঠিক আমি যখন আমার বাড়িতে থাকি তখন আমার বাবা যেমনটা করেন। আমি মনে করি এটাই আমাদের কাছে যথেষ্ট।’

ধোনির দেওয়া ছোট পরামর্শও ভালো পারফরম্যান্সের জন্য যথেষ্ট বলে উল্লেখ করেন পাথিরানা, ‘যখন মাঠে কিংবা মাঠের বাইরে থাকি তিনি খুব বেশি কিছু বলেন না, তবে ছোট ছোট কিছু পরামর্শ দেন যা পার্থক্য গড়ে দেয়, আমাকে আত্মবিশ্বাস যোগায়। তিনি জানেন কীভাবে খেলোয়াড়দের পরিচালনা করতে হয়। মাঠের বাইরে, আমরা খুব বেশি কথা বলি না, তবে তাকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় আমি অবশ্যই তার কাছে যাব এবং জিজ্ঞেস করব। তিনি সবসময় বলেন– ‘‘খেলা উপভোগ করো এবং নিজের শরীরের যত্ন নাও।’’’

চলতি আইপিএলেই ধোনির শেষ দেখছেন অনেকে। আগের আসরেও তিনি এবার খেলবেন কি না তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার তিনি মাঠে নেমেছেন ঠিকই, তবে অনেকে সেটাকেই তার শেষ বলে মনে করছেন। তবে ২১ বছর বয়সী লঙ্কান পেসার পাথিরানা তার প্রতি একটি অনুরোধ জানিয়েছেন। ঠিক নিজ থেকে সরাসরি নয়, এমন অনুরোধ নিয়ে চেন্নাই সমর্থকদের ধোনির কাছে যেতে বললেন তিনি, ‘মাহি ভাই, যদি তুমি আরেকটি সিজন খেলতে পারো, প্লিজ আমাদের সঙ্গে খেলো। যদি আমি এখানে থাকি (হাসি)।’

গত আসরে চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পাথিরানা। ধোনির নেতৃত্বে সেবার ১২ ম্যাচে উইকেট নিয়েছিলেন ১৯টি, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৮ করে। তবে এবার চোটের কারণে তিনি একাদশে নিয়মিত হতে পারছেন না। সেই জায়গাটা কিছুটা হলেও পূরণ করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দলগতভাবে এবার চেন্নাইয়ের পারফরম্যান্স তেমন সুবিধাজনক নয়। আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫টিতে জিতেছে রুতুরাজের দল, ফরে তাদের অবস্থান পাঁচে। প্লে-অফ খেলতে হলে বাকি চার ম্যাচ শেষে তাদের চারের ভেতর থাকতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে