ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লিটনের বাজে ব্যাটিংয়ের পর যা বললেন বাংলাদেশের কোচ হেম্প

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ০৪ ১৯:৩১:৫৯
লিটনের বাজে ব্যাটিংয়ের পর যা বললেন বাংলাদেশের কোচ হেম্প

গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। ম্যাচ জিতলেও বাংলাদেশকে একটি বিষয় খুব ভাবাচ্ছে। সেইটা হলো লিটনের বাজে ফর্ম। কেননা প্রথম ম্যাচে ৩ বলে ১ রান আউট হয়েছেন।

তবে লিটনের ব্যাটিং নিয়ে বেশি চিন্তিত নন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। লিটন তার কাজ এবং পরিশ্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হেম্প। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হেম্প বলেন, ‘সে (লিটন) হয়ত রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়ত সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

হেম্প আরও বলেন, ‘আসলে (লিটনের ক্ষেত্রে) কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিকসেদিক করে গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে