ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তাহলে কি স্পেনের বিশ্বকাপ আশা শেষ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১১:১৪:০৩
তাহলে কি স্পেনের বিশ্বকাপ আশা শেষ!

অনেকটা কাকতালীয় হলেও এটাই সত্যি। ক্লাব পর্যায়ে স্প্যানিশ ক্লাবগুলো ভাল খেলে কখনই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

এখন পর্যন্ত যে ১৬ বার কোন স্প্যানিশ ক্লাব ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে পৌঁছেছে ওই ১৯৬৪ বাদে প্রতিবারই হয় গ্রুপ পর্ব নাহয় সর্বোচ্চ কোয়ার্টারে উঠেই বাদ পড়েছে স্পেন। ২০০৮ এ বার্সেলোনাকে সেমিতেই বিদায় করে দেয় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর সেবারই ইউরো জিতে নেয় স্পেন।

একই ঘটনা ঘটে ২০১০ সালেও, ইন্টারের কাছে হেরে সেমিতে বিদায় বার্সেলোনার। এবারতো বিশ্বকাপই নিজেদের করে নেয় স্পেন। এবার ২০১২ চ্যাম্পিয়ন্স লিগের ঘোষণা। রিয়ালকে বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনাকে হারিয়ে ঘরের টিকিট হাতে ধরিয়ে দেয় চেলসি। সেবছরও উজ্জ্বল স্পেনের ট্রফি ক্যাবিনেট, টানা দ্বিতীয় ইউরো জিতে নেয় স্পেন।

একমাত্র ১৯৬৪ সালেই কেবল রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌছতে পেরেছিল। তবে শিরোপা জিতা হয়নি। তবে সেবার স্পেন জিতেছিল শিরোপা।

পরিসংখ্যান যদি আরো একবার স্পেনের দিকে মুখ তুলে তাকায় তাহলে তো এবারো সর্বোচ্চ স্পেনের দৌড় কোয়ার্টার ফাইনাল পর্যন্তই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে