ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ঋণের টোপ দিয়ে কৃষকের স্ত্রীকে যৌন সম্পর্কের জন্য চাপ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৬:৫৮:৪৫
ঋণের টোপ দিয়ে কৃষকের স্ত্রীকে যৌন সম্পর্কের জন্য চাপ

দেশটির মহারাষ্ট্রের বুলধানা জেলার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। এমনিতেই মহারাষ্ট্রের কৃষকদের অভিযোগ, ফসল ফলাতে গিয়ে তারা ঋণের জালে জড়িয়ে পড়ছেন। মিলছে না ন্যূনতম সহায়ক মূল্য। মহারাষ্ট্রে ছড়িয়ে পড়া কৃষক অসন্তোষের মাঝেই যেন আগুনে ঘি দিল বুলধানার মালাকাপুর তেহশিলের ঘটনা।

অভিযোগকারী কৃষকের দাবি, কৃষিঋণের জন্য তিনি সেন্ট্রাল ব্যাংঙ্কের শাখায় আবেদন করেছিলেন। সেই ব্যাপারে কথা বলার জন্য স্ত্রীকে নিয়ে ব্যাংঙ্কের ওই শাখায় গিয়েছিলেন বৃহস্পতিবার। কিন্তু সেখানে যে ব্রাঞ্চ ম্যানেজার ওঁত্‌ পেতে বসে রয়েছেন, সেটা তারা ভাবতেও পারেননি।

কৃষকের অভিযোগ, ব্রাঞ্চ ম্যানোজার রাজেশ হিভাসে তার স্ত্রীর কাছ থেকে ফোন নম্বর নিয়ে নেন। এরপর থেকেই শুরু হয় উত্‌পীড়ন। অভিযোগ, ফোন করে কৃষকের স্ত্রীকে ওই ম্যানেজার অশ্লীল প্রস্তাব দেন। বলা হয়েছিল, ঋণের টাকা মিলবে। তবে তার বিনিময়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে তাকে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। পরের দিন তিনি ওই কৃষকের বাড়িতে ব্যাংঙ্কেরই এক পিওনকে পাঠানো হয়। অভিযোগ, ম্যানেজারের সঙ্গে যৌন সস্পর্ক স্থাপনের জন্য সেই পিওনও কৃষকের স্ত্রীকে চাপ দিয়েছিলেন। বলা হয়, ব্রাঞ্চ ম্যানেজারের দাবি মেটালে ঋণের টাকা তো মিলবেই, সঙ্গে মিলবে ‘স্পেশাল প্যাকেজ’।

সেন্ট্রাল ব্যাংঙ্কের এই ম্যানেজারের সঙ্গে ফোনের কথোপকথন রেকর্ড করে রেখেছিলেন ওই কৃষকের স্ত্রী। অভিযোগের ভিত্তিতে ম্যানেজার ও পিওনের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু দু’জনের মধ্যে কারোরই এখনও নাগাল পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে