ঢাকা, রবিবার, ৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আবু হায়দার রনির বোলিং-ব্যাটিং তাণ্ডব দেখল টাইগার ভক্তরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১২ ১৯:৫১:৫০
আবু হায়দার রনির বোলিং-ব্যাটিং তাণ্ডব দেখল টাইগার ভক্তরা

টপঅর্ডার ব্যাটসম্যান মেহেদী হাসান করেন ৭০ রান। তৌহিদ তারেক ৭৬ রানে অপরাজিত থাকেন। শেষদিকে সমীকরণ কঠিন হয়ে পড়লে বোলার আবু হায়দার ব্যাটে হাল ধরেন। তার ৩২ রানের অপরাজিত ইনিংসটি সব সহজ করে দেয়। তৌহিদ তারেক ও আবু হায়দারের সপ্তম উইকেট জুটিতে আসে ৬৭ রান।

বিকেএসপির বাঁহাতি স্পিনার হাসানু মুরাদ নেন ৩ উইকেট। ৮ ওভারে দেন ৩২ রান। মুকিদুল ইসলাম নেন দুটি উইকেট।টস হেরে ব্যাটিংয়ে নামা বিকেএসপির শুরুর চার ব্যাটসম্যান ছাড়া আর কেউই রান পাননি। ওপেনিং জুটিতে দলটির যোগ হয় ১৫০ রান। মাহমুদুল হাসান জয় ৮৫ রান করে সাজঘরে ফিরলে ভাঙে জুটি। খেলেন ৯৩ বল। অপর ওপেনার ৮৬ বল খেলে করেন ৩৪ করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন।

তিনে নামা আমিনুল ইসলাম ৬৩ রান করে অপরাজিত থাকেন। চারে নেমে শামিম হোসেন করেন ৪৪ রান। বাকি ৫ ব্যাটসম্যানের কেউই পার করতে পারেননি দুই অঙ্ক। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ এর বেশি করতে পারেনি বিকেএসপি।

আবু হায়দার ও কামরুল ইসলাম রাব্বি নেন দুটি করে উইকেট। নাসুম আহমেদ নেন একটি উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে