ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এবারের আইপিএলও শেষ দুই কোলকাতার ২ ক্রিকেটারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৫ ০০:০৫:২৩
এবারের আইপিএলও শেষ দুই কোলকাতার ২ ক্রিকেটারের

বৃহস্পতিবার (১৪ মার্চ) এই দুই তরুণ ক্রিকেটারকে না-পাওয়ার কথা জানানো হয় নাইটদের তরফ থেকে।নাগরকোটির পরিবর্তে সন্দীপ ওয়ারিয়ারকে দলে ভিড়িয়েছে কেকেআর। কেরলের এই পেসার গত তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলে থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবাবের নিলামেও অবিক্রিত ছিলেন কেরেলার এই তরুণ পেসার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মের জন্য ওয়ারিয়ারকে দলে নিল নাইট থিঙ্কট্যাঙ্ক।চলতি মৌসুমে প্রথমশ্রেণির ক্রিকেটে ৪৪টি উইকেট শিকার করেছেন তিনি।

গত বছরও চোটের কারণে শেষ মুহূর্তে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন নাগরকোটি। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকার জয়ী ভারতীয় দলের এই প্রতিশ্রুতিময় পেসারের প্রতি আস্থা দেখিয়ে এবারও থাকে ধরে রেখেছিল কেকেআর।বেঙ্গালুরুতে বোর্ডের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন নাগরকোটি। তিনি পায়ের ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে আরও দু-তিন মাস সময় লাগবে। সুতরাং আসন্ন আইপিএলে খেলা সম্ভব হচ্ছে রাজস্থানের বছর উনিশের এই পেসারের।

আইপিএল শুরুর ৯ দিন আগে টুর্নামেন্ট থেকে দুই পেসার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে নাইটশিবির। নাগরকোটি গত আইপিএল না-খেললেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন মাভি। ভালো পারফর্ম করে নজরও খেলেছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি পেসার। কিন্তু পিঠের ব্যাথ্যার কারণে ২০১৯ আইপিএল থেকে ছিটকে গেলেন মাভি।চোটের কারণে প্রায় ছ’ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

দ্বাদশ আইপিএল শুরু হচ্ছে ২৩ মার্চ। তবে কেকেআর-এ প্রথম ম্যাচ ২৪ মার্চ।নাইটদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে