ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বেঁচে গিয়ে যা বললেন তামিম-মুশফিকরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৫ ১২:১৯:৩১
বেঁচে গিয়ে যা বললেন তামিম-মুশফিকরা

খেলোয়াড়রা নামাজ পড়তে গিয়ে খানিক আগেই ঘটা সন্ত্রাসী হামলার কথা শোনেন। তারা দ্রুত হ্যাগলি ওভালে ফেরত আসেন। শুরুতে মাঠের ড্রেসিংরুমে আশ্রয় নেন। পরে তাদের নিরাপদে টিম হোটেলে সরিয়ে নেয়া হয় বলে জানান দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

নিরাপদ দূরত্বে ফিরে ওপেনার তামিম ইকবাল টুইটারে ভীতিকর অভিজ্ঞতা কথা তুলে ধরেছেন। দোয়া চেয়েছেন সবার জন্য। লিখেছেন, ‘পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মুশফিক টুইটারে লিখেন,’ ক্রাইসটার্চে সন্ত্রাসী হামলার সময় আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আমরা সত্যিই ভাগ্যবান, এমন ঘটনা আর দ্বিতীয়বার দেখতে চাইনা। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রত্যক্ষদর্শীর বরাতে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, স্থানীয় সময় দেড়টার কিছুপর বন্দুকধারী হামলাকারী মুসল্লিদের ওপর গুলি চালায়। পরে জানালা দিয়ে পালিয়ে যায়। হতাহতের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে