ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক বার্তা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৫ ১৬:২৩:৩১
ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক বার্তা

তিনি বলেন, ‘মসজিদে অনাকাঙ্খিত হামলায় অনেক হতাহত হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি নারী মারা গেছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

এ সময় নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা ওই মাঠে অনুশীলনে করছিলেন। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তারা মসজিদে প্রবেশের আগেই এই হামলার ঘটনা ঘটায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন । এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে