ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিদ্ধান্তে যা বলল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মার্চ ১৫ ১৮:৫৮:২৯
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিদ্ধান্তে যা বলল আইসিসি

সেই সঙ্গে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্যও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। এদিকে আগামীকাল তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার সিরিজের শেষ টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। সেই সঙ্গে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি।

টুইট বার্তায় তিনি লিখেন, ‘ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় আমরা শোকাহত। এ হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের জন্য আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ অফিশিয়ালরা সবাই নিরাপদে আছে। ম্যাচ বাতিলের সিদ্ধান্তে আইসিসি পুরো সমর্থন জানাচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে