ঢাকা, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লণ্ডভণ্ড চাঁদপুরের চরাঞ্চল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৪ ১০:৫০:০৬
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লণ্ডভণ্ড চাঁদপুরের চরাঞ্চল

আজ ৪ মে শনিবার ভোর ৪ টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, খাসকান্দি, মান্দের বাজার গ্রামে প্রচণ্ড গতির ঝড়ো হাওয়ায় বসতঘরগুলো ভেঙে পড়ে ও গাছপালা তছনছ হয়ে যায়।

এ ব্যাপারে রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বেপারি বলেন, ‘শিলারচরসহ কয়েকটি গ্রামে ঘর ভাঙলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাদেরকে গতকাল শুক্রবার সন্ধ্যার পূর্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।’

এদিকে চাঁদপুরে গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রচণ্ড গতিতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি না হলেও বাতাসের গতি কমেনি। মেঘনা নদী উত্তাল রয়েছে।

এরপর গতকাল শুক্রবার বিকেলে চরাঞ্চলের সাড়ে পাঁচ হাজার মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে