ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ফণী কাটছে ঝুঁকি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ মে ০৪ ১১:১৭:৩৬
দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ফণী কাটছে ঝুঁকি

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ (শনিবার) সকাল সোয়া ১০টায় জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি ফরিদপুর ও ঢাকা অঞ্চলে অবস্থান করছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসছে। ফলে ফণী নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

এদিকে রাজধানী ঢাকায় গত রাতে বেশ বৃষ্টিপাত হওয়ায় সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের যাতায়াত অপেক্ষাকৃত কম দেখা যায়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজ বন্ধ, ফলে শিক্ষার্থীদের ঘরের বাইরে দেখা যায়নি। জীবিকার প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা ছাতা মাথায় বের হন। সকাল থেকে মুষলধারে না হলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

গত কয়েকদিন যাবত ফণী নিয়ে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেই আতঙ্ক আস্তে আস্তে কাটছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে