ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

কোরবানির শতশত মণ মাংস চুরি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ১৩ ১২:৩০:১১
কোরবানির শতশত মণ মাংস চুরি

ঈদের দিন কোরবানির গরুর বর্জ্য ফেলে দেয়ার নামে সুকৌশলে কোরবানির মাংস চুরি করেছে বলে উল্লেখ করেছেন অনেকেই।

নিউইয়র্কের একটি গ্রোসারিতে কর্মরত অভিজ্ঞ কসাই জানান, একটি গরু জবাইয়ের পর চামড়া, ভুড়ি ও পা-সহ আনুসাঙ্গিক অঙ্গ-প্রতঙ্গ বাদ দিতে হয় যা একটি গরুর প্রকৃত ওজনের এক-তৃতীয়াংশ সে হিসাবে দুই-তৃতীয়াংশ মাংস পাওয়ার কথা।

কিন্ত এবার অধিকাংশ খামারে এক-তৃতীয়াংশ বর্জ্যের বদলে দুই-তৃতীয়াংশ বর্জ্য ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। যা দেখে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হতাশ হয়ে পড়েছেন।

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি আব্দুল মালেক বলেন, গত ১৫ দিন আগে একটি খামারে গিয়ে গরু ওজন দিয়েছিলেন ১ হাজার ৫৬০ পাউন্ড ঈদের দিনে বর্জ্য বাদ দিয়ে প্রকৃত মাংস পেয়েছেন মাত্র ৫৬০ পাউন্ড। একটি গরুতে ১ হাজার পাউন্ড বর্জ্য ফেলে দিতে হয় এটা অবিশ্বাস্য যা তিনি কখনই দেখেননি বা শোনেননি বর্জ্য ফেলার নামে নিয়মিত চুরি হয়ে যায় মাংস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে