ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এই মাত্র পাওয়াঃ মালয়েশিয়ার জাতীয় অপরাধে বাংলাদেশি প্রবাসীসহ আটক ৪

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৩ ২০:০৯:০৫
এই মাত্র পাওয়াঃ মালয়েশিয়ার জাতীয় অপরাধে বাংলাদেশি প্রবাসীসহ আটক ৪

তবে তদন্তের জন্যে বাংলাদেশি কর্মী ও আটক বাকি তিন জনের বিস্তারিত নাম পরিচয় প্রকাশ করেনি মালয়েশিয়া পুলিশ।

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকালে জোহর এলাকার তেব্রই শিল্পাঞ্চলে দেশের জাতীয় পতাকা উল্টো করে টাঙানোর অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এই খবর প্রকাশ করেছে।

জোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাতুক আইউব খান মায়দিন পিচ্চা জানান, বন্দর দাতো ওন থানা পুলিশের একটি দল এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর দুপুরে কারখানায় পরিদর্শন করেন।

তিনি বলেন, পরিদর্শন রিপোর্টটির সত্যতা নিশ্চিত করে ২৩ থেকে ৫৬ বছর বয়সী সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন- কারখানার ব্যবস্থাপক, মানবসম্পদ কর্মকর্তা, লজিস্টিক ক্লার্ক এবং একজন বাংলাদেশি যে পতাকাটি স্থাপন করেছিল।

তাদের সকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং দণ্ডবিধির ৫০৪ ধারায় তদন্ত করা হচ্ছে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে তাদের দুই বছরের জন্য জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

জোহর কন্টিনজেন্ট পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দণ্ডবিধি ১৫৫ এর ১৪ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।”

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ৬৩ বছর হলো মালয়েশিয়া স্বাধীন হয়েছে যদি এর পরে কেউ জাতীয় পতাকা অবমাননা করার চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। এসময় যদি কেউ পতাকা উল্টো করে উত্তোলন করে তাহলে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব বিষয়টি নজরে রাখা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে