ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি অভিবাসী আটক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২০ ১৪:২৪:১৪
মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। তারা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন এবং ক্যামেরুনের নাগরিক।

শুক্রবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার বন্দর তাসিক পাঁচপুরী বৈদুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সবার বয়স ৫৫ বছরের নিচে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ।

মালয়েশিয়া ইমিগ্রেশন আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের পর ৭৫২ জনের কাগজপত্র পরীক্ষা করে। এরপর গ্রেফতার করা হয় ৫৬১ জনকে।

ইমিগ্রেশনের বিভিন্ন পদের ৪৫৫ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। জেনারেল মুভমেন্ট ফোর্স (পিজিএ) এর ৬০ জন অফিসার, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের (জেপিএন) ১২ জন অফিসার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) পাঁচজন সদস্য তাদের সহায়তা করেছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে কোনো পরিচয়পত্র না থাকা, অতিবাহিত করা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ লঙ্ঘন। অধিকতর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে আটক করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে