ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বোলারদের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আইসিসি, চমক দেখিয়ে শীর্ষে শেখ মেহেদী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ০৮ ১৬:২০:৪৯
বোলারদের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আইসিসি, চমক দেখিয়ে শীর্ষে শেখ মেহেদী

চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুন বল করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। পরের দুই ম্যাচেও দারুন বল করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ২ উইকেট, তৃতীয় ম্যাচে পেলেন ১ উইকেট। যার ফলে আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নত্তি হয়েছে তার। ৬ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়া তাসকিন উঠে এসেছেন র‌্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৭২, যা তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ।

চলতি সিরিজে দারুন বল করেছেন স্পিনার মেহেদী হাসান। ২ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৩টি। তাতে ৬ ধাপ এগিয়েছেন মেহেদী, ৫৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে।

টি-টোয়েন্টি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন মেহেদীই। জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি সাইফউদ্দিন। চোট থেকে ফেরা এই অলরাউন্ডার ৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি। তবে এখনো টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ ১০০ এর মধ্যে ঢুকতে পারেননি সাইফউদ্দিন।

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে। ব্যাট হাতে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত সেরা পারফর্মার হৃদয়। সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৩ ও ৩৭ রানে অপরাজিত থাকা হৃদয় সিরিজের তৃতীয় ম্যাচে খেলেন ৫৭ রানের ইনিংস। তাতে ২৬ ধাপ এগিয়ে প্রথমবারের মতো ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক শর মধ্যে এসেছেন হৃদয়, আছেন ৯০ নম্বরে। দুই ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এখন ৮১ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে