ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৬ রিটার্নিং কর্মকর্তাকে ইসির চিঠি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২৩:৫৩:১২
৬ রিটার্নিং কর্মকর্তাকে ইসির চিঠি

পৃথক সাতজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি তাদের প্রতিবেদন দিতে বলেছে। এর জবাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীদের অনেকেই নির্ধারিত সময়ের পরে জমা দিতে গেছেন। আবার কেউ কেউ জমা দিতে না গিয়ে অভিযোগ করেছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন মোহাম্মদ কাজী জাহাঙ্গীর। তার অভিযোগ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলেও তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। বিষয়টি জানিয়ে প্র্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বরাবর আবেদন জানান তিনি।

এছাড়া নরসিংদী-৩ আসনের মো. আবদুল লতিফ, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী, সাতক্ষীরা-৩ আসনের আবু ইউসুফ মো. আবদুল্লাহ, টাঙ্গাইল-৮ আসনে মো. রেজাউল করিম ও ঢাকা-১৬ আসনের মো. সাদাকাত খান ফাক্কু পৃথক চিঠিতে তাদের মনোনয়নপত্র জমা না নেয়ার অভিযোগ করেন। সুত্রঃ যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে