ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আরিফুলকে সেঞ্চুরি বঞ্চিত করলেন রাজ্জাক একাই নিলেন ৬ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ১৬:১৩:২২
আরিফুলকে সেঞ্চুরি বঞ্চিত করলেন রাজ্জাক একাই নিলেন ৬ উইকেট

সেঞ্চুরি মিস আরিফুলেরঃ-

প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ফিরলেন আরিফুল। ইনিংসের শুরু থেকেই দারুণ খেলা আরিফুল, ছয়টি চার ও তিনটি ছক্কায় ৯৮ রান করে রাজ্জাকের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন।

ফিরেছেন জিয়াউরঃ- সাতটি চার ও দুটি ছক্কায় ১০৩ বল খেলে ৬৯ রানে বিদায় নেন জিয়াউর। নাহিদুল ইসলামের বলে মেহেদি হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপরে রাজ্জাকের পঞ্চম শিকার হয়ে মাঠ ছাড়েন সানজামুল ইসলাম (০)।

আরিফুল-জিয়াউরের জুটিঃ- দলীয় ১৩৬ রানে ছয় উইকেট হারানো উত্তরাঞ্চলকে পুনরায় ম্যাচে ফিরিয়েছেন আরিফুল হক ও জিয়াউর রহমান। দেখেশুনে ফিফটি আদায়ের পরে দুজনের মিলে গড়েন ১৩৫ রানের জুটি।

ব্যর্থ মিডল অর্ডারঃ-দলীয় ৯৬ রানে ফিরে যান আরেক ওপেনার জুনায়েদও। চারটি চারে ৪৪ রান করে বিদায় নেন তিনি। এরপর অল্প সময়ের মাঝে আরও তিনটি উইকেট পড়ে উত্তরাঞ্চলের। ২৪ রান করা ফরহাদ হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন আব্দুর রাজ্জাক।

তারপরে নাঈম ইসলামকে ফেরান পশ্চিমাঞ্চলের পেসার শফিউল ইসলাম। দলীয় ১০৯ রানের মধ্যে অধিনায়ক জহুরুল ইসলামকেও ফিরিয়েছেন রাজ্জাক। এরপরে ব্যর্থ হয়ে ফিরেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষও (১২)।

মিজানুর-জুনায়েদের ওপেনিং জুটিঃ-শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন উত্তরাঞ্চলের দুই ওপেনার মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকি। দুজনে মিলে দলকে এনে দেন ৬০ রান। ব্যক্তিগত ২৯ রানে আব্দুর রাজ্জাকের বলে ফিরে যান মিজানুর।

উত্তরাঞ্চলঃ- মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম (অধিনায়ক), আরিফুল হক, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, এবাদত হোসেন, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম

পশ্চিমাঞ্চলঃ- এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শাহরিয়ার নাফিস, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, আল আমিন, মেহেদি হাসান, নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, মনির হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।]

সংক্ষিপ্ত স্কোরঃ-উত্তরাঞ্চলঃ- ২৯৩/৯ (৮৩.৪ ওভার)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে