ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আম্পায়ার তানভীর নো বল ভুলের জন্য যাকে দায়ী করল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ১৮:১৮:২২
আম্পায়ার তানভীর নো বল ভুলের জন্য যাকে দায়ী করল

অনেকেই তানভীরের এই ভুলকে বলছেন ‘ন্যক্কারজনক’। ভুল মানুষের হতেই পারে, কিন্তু তানভীরের ভুল তার আম্পায়ারিং সামর্থ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে। তবে তানভীর নিজের ভুল অকপটেই স্বীকার করছেন। অতীতে খেলার মাঠে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সঙ্গে তর্কের ঘটনা ঘটলেও ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের বেশ সুনাম আছে তানভীরের।

এর ফলে গত নভেম্বরেই ২০১৮-১৯ মৌসুমের জন্য আইসিসি আম্পায়ারদের প্যানেলে জায়গা পেয়েছেন তানভীর। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেছেন। আর শনিবার ছিল তাঁর তৃতীয় ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অনভিজ্ঞতাকেই ভুলের পেছনে দায়ী করেছেন তানভীর।

তানভীর বলেন, ‘নো বলে’র ক্ষেত্রে দাগ ও পা অনেক কাছাকাছির বিষয় থাকে। আর দ্রুত লাফ দিলে অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি। তবে খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। ইনশাআল্লাহ ভালোভাবে ফিরে আসব। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। শনিবার আমার খারাপ দিন গেছে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে