ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এই একটি কারনে আবারও দলে প্রত্যাবর্তন ধোনির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৫ ১৬:৫২:১৪
এই একটি কারনে আবারও দলে প্রত্যাবর্তন ধোনির

অজিদের সঙ্গে টেস্ট সিরিজে ভাল পারফরম্যান্স করে নজরে এসেছেন ঋষভ। এই অবস্থায় তাঁকে বাদ দেওয়াতে চমকে উঠেছে সংশ্লিষ্ট ক্রিকেট মহল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৩৭ বছরের ধোনিকে টি টোয়েন্টিতে ফিরিয়ে আনার পিছনে একটাই কারণ।

বিশ্বকাপের আগে যতটা সম্ভব ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। বোর্ডের তরফে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘বিশ্বকাপের আগে আর আটটি ওয়ান ডে রয়েছে। নির্বাচকরা চান ধোনিকে যতটা সম্ভব সুযোগ দিতে। তিনটি টি টোয়েন্টিতেও নেওয়ার অর্থ ১১টি সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ মাসখানেকের মধ্যে।

এদিকে ওয়ান ডে-র স্কোয়াড থেকে ঋষভকে বাদ দেওয়া হয়েছে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে ঋষভকে দলে রাখা হয়েছিল। প্রসঙ্গত, দলে ওই একটিই পরিবর্তন করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে