ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সে খেললে কঠিন বিপদে পড়বে দক্ষিণ আফ্রিকা জানালেন সরফরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৫ ২০:০৬:২৭
সে খেললে কঠিন বিপদে পড়বে দক্ষিণ আফ্রিকা জানালেন সরফরাজ

কেননা এই মাঠের পিচ আবার দক্ষিণ আফ্রিকার আর দশটা পিচের মতো নয়। অনেকটা উপমহাদেশের উইকেটের মতোই এই পিচ। আর নিজেদের স্বস্তির উইকেট পাওয়ায় স্বভাবতই বেশ খুশি পাকিস্তান কোচ মিকি আর্থার। তিনি বলেন, ‘আমি গত বছর এখানে টেস্ট দেখেছি। এটা অনেকটা আমরা যে আরব আমিরাতে খেলি তেমন। পিচটা ন্যাড়া ছিল। তবে আমি নিশ্চিত নই, এখানে কেমন হবে।’

এদিকে দক্ষিণ আফ্রিকাকে বধ করতে লেগস্পিনার ইয়াসির শাহকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান দল। এ প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক সরফরাজ বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যদি দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্ট সিরিজের কথা বলেন, সেটার পিচ ভিন্ন ছিল। এখানে সব বিদেশি দলই সংগ্রাম করে। এশিয়ান দলগুলো যেমন দক্ষিণ আফ্রিকায় করে। এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বমানের একজন স্পিনার আছে, যে কিনা ৩৩ টেস্টে ২০০ উইকেট পেয়েছে। আমরা জানি, দক্ষিণ আফ্রিকা তিন বছরের মধ্যে উঁচু মানের লেগস্পিনার খেলাতে পারেনি। তাই আমাদের অ্যাডভান্টেজ থাকবে। আশা করছি, ইয়াসিরকে খেললে কঠিন বিপদে পড়বে তারা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে