ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

২০১৮ সালে যেসব বিস্ময়কর বিশ্ব রেকর্ড গড়েছেন মেশি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৬ ১১:৫৭:২৭
২০১৮ সালে যেসব বিস্ময়কর বিশ্ব রেকর্ড গড়েছেন মেশি

এখন পর্যন্ত চলতি মৌসুমে সেরা গোলদাতা তো বটেই আর বেশ কিছু দিকেই শীর্ষে রয়েছেন এ তারকা। ২০১৮-১৯ মৌসুমের প্রায় অর্ধেকটা শেষ। এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন এ তারকা। মাঝে ইনজুরির কারণে মাস খানেক ছিলেন মাঠের বাইরে। অন্যথায় নিজের রেকর্ডটা হয়তো করতে পারতেন আরও সমৃদ্ধ। হয়নি। কিন্তু যা হয়েছে তা করতে পারেননি কেউ।

চলতি মৌসুমে ইউরোপের সবচেয়ে বেশি গোল করেছেন -মেসি, সবচেয়ে বেশি এসিস্ট করেছেন- মেসি, সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন -মেসি, সবচেয়ে বেশি ড্রিবল করেছেন –মেসি, সবচেয়ে বেশি ফ্রিকিকে গোল দিয়েছেন -মেসি, প্রতি ৯০ মিনিটে সবচেয়ে বেশি মূল্যবান পাস দিয়েছেন -মেসি, ডিবক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল দিয়েছেন -মেসি।

আর চলতি ক্যালেন্ডার ইয়ারে ৫৪ ম্যাচে মোট ৭৭টি গোল মেসির। যার মধ্যে ৫১টি গোল দিয়েছেন নিজে আর বাকি ২৬টি গোল করিয়েছেন। বলে রাখা ভালো এ বছরে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন এ তারকা। বিস্ময়কর রেকর্ড হচ্ছে গত নয় বছরের মধ্যে আট বছর কমপক্ষে ৫০টি করে গোল দিয়েছেন মেসি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে