ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে সালাহকে ফিট চান সুয়ারেজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৯ ১৬:৫৯:০৩
বিশ্বকাপে সালাহকে ফিট চান সুয়ারেজ

কিন্তু এসবের কিছুই হয়নি সেদিন। লিভারপুল পারেনি নিজেদের পাঁচের ফাড়া কাটাতে। রিয়াল বরং চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়েছে। তবে এ ম্যাচের ২৫ মিনিটে কাঁধে চোট পান সালাহ। প্রতিপক্ষ ডিফেন্ডার সার্জিও রামোসের বাজে ট্যাকেলের শিকার হতে হয় লিভারপুল তারকাকে। চোখের জলকে সঙ্গী করে মাঠ ছাড়েন মিশরীয় ফুটবলার। যে চোট সালাহর রাশিয়া বিশ্বকাপে খেলাই হুমকির মুখে ফেলে দিয়েছে। তবে বিশ্বকাপে সালাহকে পুরোপুরি ফিট চান উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

১৫ জুন মিশর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ের বিপক্ষে। সালাহর দলে না থাকা উরুগুয়ের জন্য দারুণ স্বস্তিরই হওয়ার কথা। কিন্তু দেশটির তারকা ফরোয়ার্ড সুয়ারেজ সালাহ খেলতে পারবেন না এমনটা যেন ভাবতেই না। তার চাওয়া বরং এর আগেই সুস্থ হয়ে উঠবেন মিশরীয় তারকা, ‘সালাহ সম্পর্কে বললো, যখন কোনো সহকর্মী ইনজুরিতে ভোগে তখন সেটি অন্য কারো জন্য সুখের হয় না। এমনকি যখন সেটা এমন এক ম্যাচে ঘটেছে, যখন বিশ্বকাপ একেবারেই নিকটে।’

মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে যখন বিশ্বকাপ শুরু করতে হবে উরুগুয়েকে তখন সালাহ না থাকলে তা লাভেরই হবে উরুগুয়ের। কিন্তু সুয়ারেজ বলছেন, ‘সে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু আমি বলতে চাই আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলে প্রমাণ রাখতে চাই উরুগুয়ে ভালো দল।’ সালাহর জন্য তাই সুয়ারেজের শুভ কামনা, ‘আমি চাই সে সুন্দর ভাবে ফিরে আসবে এবং বিশ্বকাপ উপভোগ করবে।’ চার বছর আগে এমন পরিস্থিতিতে যেতে হয়েছিল সুয়ারেজকেও। বার্সা তারকা তাই বলেন, ‘আমি চাই না এমনটা আর কারো হোক।’

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মিশরের পর উরুগুয়ে খেলবে সৌদি আরব ও স্বাগতিক রাশিয়ার বিপক্ষে।

সূত্র : ফোরফোর টু।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে