ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

চুলকানি থেকে ‘বাঁচতে’ বাবা-মা’কে হত্যার পর তরুণীর আত্মহত্যা!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ২৩ ১৩:৩৯:২৯
চুলকানি থেকে ‘বাঁচতে’ বাবা-মা’কে হত্যার পর তরুণীর আত্মহত্যা!

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের বাসিন্দা ওই তরুণীর নাম পাং চিং-ইউ। গেল সোমবার তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের বাবা-মা’কে হত্যা করেন। তার পর নিজে বিষাক্ত গ্যাস সেবন করে আত্মঘাতী হন।

কিন্তু কেন এমন চরম পথ বেছে নিতে হল পাং চিং-ইউকে? জানা গেছে, তিনি বেশ কিছুদিন যাবৎ চর্মরোগে ভুগছিলেন। যার ফলে প্রবল চুলকানি ও জ্বলুনিতে অস্থির থাকতে হচ্ছিল তাকে। চামড়া জুড়ে বিশ্রী লালচে দাগ। চিকিৎসা চললেও মিলছিল না রেহাই।

নিজের ব্লগে কয়েকদিন আগেই ওই যুবতী লেখেন— তিনি জানতে পেরেছেন, ওই রোগ বংশানুক্রমিক। অর্থাৎ এই অস্বস্তির জন্য যে তার বাবা-মা’ই পরোক্ষে দায়ী, সেই ধারণা তার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি সে কথা স্পষ্ট করে লিখেছিলেন। জানিয়েছিলেন, এমন চামড়ার অসুখে ভোগা দম্পতির কখনই উচিত নয় সন্তানের জন্ম দেয়া। এর পরই তিনি আত্মঘাতী হয়ে ওঠেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে