ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ দাম....

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৩ ২৩:১৩:৫২
লক্ষ্মীপুরে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ দাম....

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের এক ইলিশ। যা বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়।রোববার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে এ ইলিশ বিক্রি হয়। এর আগে দুপুর ২টার দিকে ইব্রাহিম মাঝির নৌকার জেলেদের জালে মৌসুমের সবচেয়ে বড় ইলিশটি ধরা পড়ে।

ওই নৌকার জেলে ইসমাইল জানান, তারা চারজন জাল টেনে তোলার সময় ধারণা হয়েছে বড় পাঙ্গাস আটকা পড়েছে। উপরে তুলতেই এতো বড় ইলিশ দেখে জেলেরা অবাক।

বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান। পরে ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন সাড়ে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় মাছটি ঢাকায় পাঠান।স্থানীয় আড়াতদার, মাঝি ও জেলেরা জানান এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি।

এত বড় মাছের ব্যপারে মাছঘাটের সভাপতি মফিজ মাতাব্বর বলেন, মৌসুমেও নদীতে ইলিশ নেই। জেলেরা খালি হাতে ফিরছেন। বিকেলে ৩ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ঘাটে এলে দেখেই সবাই অবাক হয়, এতো বড় ইলিশ দেখতে সবাই ভিড় জমায়।এত বড় মাছ প্রওয়ায় জেলে ইব্রাহিম মাঝি অনেক খুশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে