ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমাতে যান জানেন কী হতে পারে

স্বাস্থ্য ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২০ ১১:১৯:২১
অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমাতে যান জানেন কী হতে পারে

এমন সমস্যায় যাঁরা আছেন, তাঁরা অনেকেই ঘুমানোর জন্য ঘুমের ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতাও আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ কথা জানেন, তারা কড়া কড়া ঘুমের ওষুধ খেতেও চান না। কিন্তু ঘুমের ওষুধের বিকল্প হিসাবে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে ঘুমতে যান আর তাতে একটু ঘুম ঘুমও পায়। অনেকেই মনে করেন, অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন কড়া কড়া ঘুমের ওষুধের মতো ততটা ক্ষতিকর নয়। কিন্তু জানেন কী এই ধারণা কতটা ঠিক?

বিশেষজ্ঞদের মতে, অ্যালার্জির সমস্যা না থাকলে অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন খাওয়ার অভ্যাস কিছু কিছু ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। অ্যান্টিহিস্টামিনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা অত্যন্ত ক্ষতিকর। কোষ্ঠকাঠিন্য, হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া, গলা-মুখ শুকিয়ে যাওয়া, মুত্রত্যাগের সমস্যা এমনকি রক্তচাপ অস্বাভাবিক হারে কমে যেতে পারে অ্যান্টিহিস্টামিনের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে। তাই চিকিত্সকদের পরামর্শ, হৃদরোগ বা মুত্রথলির রোগ থাকলে এ সব ওষুধ সেবনের বিষয়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বন জরুরি। আর যে কোনও ঘুমের ওষুধ বা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিন। কারণ, মুঠো মুঠো ঘুমের ওষুধ বা খাওয়া অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার অভ্যাস ভবিষ্যতে বড় কোনও বিপদ ডেকে আনতে পারে!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে