ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইনজুরির কালো মেঘ কেটেছে জাদেজার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ১৪:২৪:৪২
ইনজুরির কালো মেঘ কেটেছে জাদেজার

বাম কাঁধের ইনজুরি সেরে উঠেছে জাদেজার, এমনটাই জানিয়েছে বোর্ড। আর একারণে দুশ্চিন্তার মেঘ কেটে গিয়েছে ভিরাট কোহলির দলের। একটি বিবৃতিতে বিসিসিআই জানায়,

'জাদেজার বাম কাঁধের ইনজুরি সেরে ওঠার পথে। মেলবোর্নে তৃতীয় টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।'

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় আসার পর থেকে কাঁধের ইনজুরিতে ভুগেছিলেন জাদেজা। এখনও শতভাগ ফিট হতে পারেননি তিনি। এই প্রসঙ্গে কয়েকদিন আগে ভারতের কোচ রবি শাস্ত্রি বলেছিলেন,

'অস্ট্রেলিয়ায় আসার চার দিন পর জাদেজার কাঁধে একটি ইনজেকশন দিতে হয়েছে। পুরোপুরি ঠিক হতে আরও কিছু সময় লাগবে তাঁর। পার্থে তাঁকে আমাদের ৭০-৮০ ভাগ ফিট মনে হয়েছিলো এবং সেই কারণে আমরা ঝুঁকি নিতে চাইনি। তবে যদি সে ৮০ ভাগ ফিট থাকে তাহলে সে খেলবে (মেলবোর্নে)।'

এদিকে পেটের পেশিতে টান পড়ার কারণে বক্সিং ডে টেস্টে খেলা অনিশ্চিত ভারতীয় অলরাউন্ডার রবিচন্দন অশ্বিনের। পার্থ টেস্টেও খেলেননি অশ্বিন। পুরোপুরি সুস্থ না হওয়ায় এখন বক্সিং ডে টেস্টেও অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে