ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

২০১৮ সালের বিশ্বসেরাদের ২ জনই বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ১৫:৫২:১০
২০১৮ সালের বিশ্বসেরাদের ২ জনই বাংলাদেশী

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। এবং ৭ নম্বর থেকে ৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই নম্বরে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৩৮। আর চার নম্বরে উঠে আসা মাহমুদুল্লাহ রিয়াদের রেটিং পয়েন্ট ২৪০।

৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্রীন ম্যাক্সওয়েল। এছাড়াও তিন নম্বরে রয়েছেন আফগানিস্তানের মোঃ নাবি। তার রেটিং পয়েন্ট ৩১৩।

অন্যদিকে বিপক্ষে সিলেটে ৬১ ও ঢাকায় ৪২ রানসহ মোট ১০৩ রান করে সাত ধাপ এগিয়েছেন সাকিব। বাঁহাতি এ ক্রিকেটার এর ফলে বর্তমানে অবস্থান করছেন ব্যাটসম্যানদের তালিকার ৩৭ নম্বরে। ব্যাটিংয়ের পাশাপাশি সিরিজজুড়ে বল হাতেও উজ্জ্বল ছিলেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার। সিরিজে ৮ উইকেট শিকারের পুরস্কারস্বরূপ ৩ ধাপ এগিয়ে শীর্ষ দশ বোলারদের তালিকার ৭ নম্বরে ওঠে এসেছেন তিনি।

এছাড়া সিরিজে ব্যাট হাতে ১০৯ রান করে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে এক লাফে ২৬ ধাপ উন্নতিতে ৪৭তম অবস্থান চলে এসেছে লিটন দাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে