ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানের পেস আক্রমণের জবাব কি দিতে পারবে ডেন প্যাটারসন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ১৮:৫৭:০০
পাকিস্তানের পেস আক্রমণের জবাব কি দিতে পারবে ডেন প্যাটারসন

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির প্রধান লিন্ডা জোন্ডি এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ২৯ বছর বয়সী প্যাটারসনের প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরমেন্সই তাকে টেস্ট দলে জায়গা করে দিয়েছে। এ পর্যন্ত ২৩.৫৬ গড়ে প্যাটারসনের সংগ্রহে রয়েছে ৩২১টি প্রথম শ্রেণীর উইকেট।

জোন্ডি বলেন, ‘আমরা প্রায়ই তার খেলা লক্ষ্য করেছি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই সে দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রথম টেস্টে ব্যাক-আপ হিসেবে তাকে দলে ডাকা হয়েছে।’

এদিকে লুঙ্গি এনগিদির স্থানে ইতোমধ্যেই ডুয়ানে অলিভারকে টেস্ট দলে ডাকা হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এনগিদিকে বিশ্রামে থাকতে হবে। টেস্ট দলে জায়গা না হলেও প্যাটারসন তিনটি ওয়ানডে ও আটটি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন।

ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও অলিভারকে নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে জায়গা করে নিতে প্যাটারসনকে হয়ত আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও অলিভারকে নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগে জায়গা করে নিতে প্যাটারসনকে হয়ত আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে