ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলিকে আউট করা বাঁ হাতের খেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৪ ২১:০১:১৩
কোহলিকে আউট করা বাঁ হাতের খেল

জটিল হৃদরোগে আক্রান্ত এই ক্রিকেটপাগল শিশুটি বলেছিল, কোহলিকে আউট করা তার জন্য বাঁ হাতের খেল! আগেই বুধবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টের ১৫ জনের দলে আর্চির নাম অন্তর্ভূক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে এখন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। মৃত্যুপথযাত্রী শিশুটিকে আনন্দ দিতেই তাদের এত আয়োজন।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলির সঙ্গে দেখা হয়ে গেল আর্চির। ট্রফি হাতে সেই আর্চির সঙ্গে রবিবার ছবি তুলেছেন কোহলি-পেইন। প্রতিদ্বন্দ্বী দুই অধিনায়কের বাকযুদ্ধ ছাপিয়ে মেলবোর্ন টেস্টের আগে আর্চির সঙ্গে কোহলি-পেইনের ছবি এখন শিরোনামে।

বক্সিং ডে টেস্টে খুদে আর্চির এখন আরও একটি পরিচয় রয়েছে। সে কিন্তু এখন টিম পেইনের ডেপুটি। কোহলিদের বিপক্ষে বাইশ গজে না নামলেও মেলবোর্নে আর্চি এখন অজি দলের কো-ক্যাপ্টেন। অস্ট্রেলিয়ার ‘মেক এ উইশ’ ফাউন্ডেশনের সৌজন্যে স্বপ্নপূরণ হয়েছে আর্চির।<

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে