ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মাশরাফির রাজনীতি করা প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার নাফীস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৫ ১৯:৩৩:১৯
মাশরাফির রাজনীতি করা প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার নাফীস

মাশরাফির রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেছেন, ‘মাশরাফি ভাই বাংলাদেশের কিংবদন্তি প্লেয়ার। বাংলাদেশ ক্রিকেটে উনার অনেক অবদান আছে। উনি ক্রিকেট মাঠে থাকেন আর রাজনীতির মাঠেই থাকেন উনার জন্য শুভকামনা থাকবে। ’

নাফীস বলেন, ‘ক্রিকেটাররা মাঠের বাইরেও অবদান রাখতে পারে সেটা আগেও প্রমাণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় নির্বাচন করেছেন। তিনি সংসদ সদস্য হয়ে জনগণের কল্যাণসাধনে অবদান রাখছেন। মাশরাফি ভাইও সেই পথেই যাচ্ছেন। আশা করি উনারা খেলার মাঠে যেভাবে অবদান রেখেছেন দেশের মানুষের জন্য তার চেয়েও বেশি অবদান রাখবেন।’

এই ক্রিকেটার আরো বলনে, ‘ভালো কাজ করার দায়িত্ব যদি তারকারা না নেন তাহলে ভালো কাজই হবে না। আশা করি উনারা (ক্রিকেটাররা) দেশের তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন। প্রথমেই মাশরাফি ভাই সম্পর্কে বলি, উনি জাতীয় দলের যেভাবে অবদান রেখেছেন আশা করি নড়াইলের মানুষের জন্যও এর চেয়েও বেশি অবদান রাখতে পারবেন। উনার সার্বিক সফলতা কামনা করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে