ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আইপিএলের নিলামে যে ভুল করেছে ৬টি দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৫ ১৯:৫২:১৩
আইপিএলের নিলামে যে ভুল করেছে ৬টি দল

কি সেই ভুল?

১. আরসিবি এবার আইপিএলে বিধ্বংসী কোন পেস বোলারই কিনতে পাড়েনি। তাদের আছে বিখ্যাত ব্যাটিং লাইন আপ। কিন্তু কোন সেরা পেসারই তারা কিনতে পারেনি এবার।

২. পাঞ্জাব ভুল করেছে বেশ কিছু খেলোয়ারের পেছনে অতিরিক্ত টাকা খরচ করে। তার মধ্যে স্যাম কুরানের পেছনে খরচ করেছে ৭.২ মিলিয়ন যা খেলতেই পারবে অর্ধেক আইপিএল।

৩. মুম্বাই ইন্ডিয়ান্স ভুল করেছে সুযোগ পেয়েও অক্ষর প্যাটেলের দিকে না ঝুকে। মুম্বাই এর দুই স্পিনার হল মারকান্দে ও ক্রুনাল পান্ডে। কিন্তু তাদের থেকেও অক্ষর প্যাটেল হতে পারত সেরা।

৪. কলকাতা নাইট রাইডার্স এবার বিদেশী খেলোয়ার কিনেছে ভালো, তবে তারা অনেকেই পরিপক্ক নয়। যাদের আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা খুবই কম।

৫. রাজস্থান রয়্যালসের আবার নিলাম থেকে ম্যাচ উইনারই কিনতে পারেনি খুব একটা যা তাদের টুর্নামেন্টেও ভোগাতে পারে।

৬. দিল্লি আবার কিনতে পারেনি ভালো অভিজ্ঞ বোলার। তারা অক্ষর প্যাটেল এবং সামিকে কিনলেও সামি টি টুয়েন্টিতে বেশি ভালো সেটা বলা যাবেনা। সাথে ভারতের বিপক্ষেই কিমু পালতো ছিল রীতিমত ভুতুরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে