ঢাকা, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বড় ছেলের সহানুভূতিতে মায়ের জায়গা হয় পাবলিক টয়লেটে

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুন ২১ ১৭:৪৩:০২
বড় ছেলের সহানুভূতিতে মায়ের জায়গা হয় পাবলিক টয়লেটে

কিন্তু সে সন্তারদেরই এই মা মানুষ করেছে বছরের পর বছর কত কষ্ট করে। টয়লেটের দুর্গন্ধ মশার কামর আর প্রচণ্ড গরন্দজন্ত্রনার দিন কাতাচ্ছেন এই বৃদ্ধা মা। কখনও রাস্তার ওপর, কখনওবা ড্রেনের স্লাবের ওপর বসে-শুয়ে থাকেন। স্থানীয়দের সাহায্য সহযোগিতায় তার মুখে খাবার জোটে।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর ভিক্ষা করে সন্তান্দের মানুষ করেছেন তিনি। এক সময় বড় ছেলের মায়ের প্রতি প্রচণ্ড মায়া হয়। তাই মাকে সহানুভূতি দেখাতে থাকার জায়গা করে দিয়েছে পাবলিক টয়লেটের এক কনায়। এরপর থেকেই ওই বৃদ্ধা মার ঠিকানা পাবলিক টয়লেট।

প্রতিবেশী সালমা বেগম বলেন, আমরা গ্রামবাসী সাধ্যমতো বৃদ্ধাকে সাহায্য সহযোগিতা করি। তার দুই ছেলে ও দুই মেয়ে এখনও জীবিত। তারা কেউই ঠিকমতো দেখাশুনা করেন না। এটা অমানবিক এবং গুরুতর অন্যায়। সন্তানরা যেহেতু মাকে ঠাঁই দিতে পারছেন না, তাই নছিমনকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করতে সমাজের বিত্তবানসহ সংশ্লিষ্টদের সহায়তা চান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে