ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সংকটে ভারতীয় কোচের ক্যারিয়ার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ১৪ ২৩:০৯:১৭
সংকটে ভারতীয় কোচের ক্যারিয়ার!

প্রথম টেস্টে বিরাট কোহলির ব্যাটে ভর করে একটু একটু জয়ের আশা দেখেও ৩১ রানে হারে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে ভারতীয়দের বিপর্যয় বলার মতো নয়। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তাদের রান যথাক্রমে ১০৭ ও ১৩০।

এদিকে টেস্ট র‍্যাকিং- এ পাঁচে থাকা দলটির কাছে শীর্ষ দলটির এমন বাজেভাবে হারাটা কোনোভাবেই কাম্য নয়। এ কারণে সমালোচনার তীর ভারতীয় কোচ রবি শাস্ত্রীর দিকে গিয়েই বিধঁছে। এমন কি শঙ্কায় পড়েছে তার কোচিং ক্যারিয়ার। সিরিজ হারলে তাকে পদচ্যুত করা হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন,

‘শাস্ত্রী ও তাঁর স্টাফদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজে (২০১৪-১৫ সালে ০-২), দক্ষিণ আফ্রিকায় (২০১৭-১৮ সালে ১-২) পরাজিত হয়েছিলাম। এখন আমরা ইংল্যান্ডেও ভয়াবহ অবস্থায় আছি। যদি আপনার মনে থাকে ইংল্যান্ডের সাথে ৩-১ এ সিরিজ হারার পর বিসিসিআই ডানকান ফ্লেচার, বোলিং কোচ জো ডয়েস এবং ফিল্ডিং কোচ ট্রেভন পেনিকে চাকরীচ্যুত করেছিল।’

এ থেকে বোঝা যায়, এ ম্যাচ হারলেই বড়ো ধরনের ঝামেলায় পড়বেন রবি শাস্ত্রী। তাই ভারত পরের টেস্টে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে