ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ সেপ্টেম্বর ২৫ ১২:৫০:৩১
সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’ দল

প্রথম ইনিংসে ‘এ’ দল অলআউট হয়েছিল ২৩১ রানে। জবাবে ব্যাট করতে এইচপি দল জড়ো করে ২৩৭ রান। ৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করা ‘এ’ দল তৃতীয় দিন শেষ করে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে।

৬৫ রানে অপরাজিত ইয়াসির আলী চৌধুরী ১৪ রানের জন্য পাননি শতকের দেখা। ১১৬ বলে ৮৬ রান করে তিনি সাজঘরে ফিরলেও হাল ছাড়েননি মিঠুন। ইরফান শুক্কুরের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ের সঙ্গ কাজে লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে যান শতকের পথে।

মিঠুনকে ৯৯ রানে রেখে বিদায় নেন শুক্কুর। দলীয় ৩৬৯ রানে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৩৭ রান করেন। তার বিদায়ের পরপরই মিঠুন পূর্ণ করেন শতক। ২০৪ বলের মোকাবেলায় পেয়ে যান কাঙ্ক্ষিত শতকের দেখা। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

মিঠুন ২০৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারানো ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৭১ রান। জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য তাই ৩৬৬ রান।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন)

টস : এইচপি দল

‘এ’ দল ১ম ইনিংস : ২৩১/১০ (৯১.৫ ওভার)শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩২, সাদমান ৬, মিঠুন ৫, সাইফ ২, ইয়াসির ০, শুক্কুর ০মুরাদ ২৩.৫-৬-৫৫-৬, সুমন ১৪-৫-৩৬-২

এইচপি দল ১ম ইনিংস : ২৩৭/১০ (৮২ ওভার)পারভেজ ৪, তামিম ১১, জয় ৭৩, দিপু ০, আকবর ৫২, হৃদয় ৪৭, আনিসুল ৩৫রকিবুল ২২-৭-৬০-৬, খালেদ ১৩-২-৪৬-২

‘এ’দল ২য় ইনিংস : ৩৭১/৬ (১০৮.২ ওভার)মিঠুন ১০১*, ইয়াসির ৮৬, সাদমান ৪৯, শান্ত ৪৭, শুক্কুর ৩৭, মুমিনুল ৩০তানভীর ২০-৩-৬৩-২, মুগ্ধ ১৭-৬-৩৪-২

জয়ের জন্য এইচপি দলের প্রয়োজন ৩৬৬ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে