ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গ্রাম ঘুরে এসে যা বললেন মাশরাফি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ২৬ ২০:১৭:৫৯
গ্রাম ঘুরে এসে যা বললেন মাশরাফি

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার কমলাপুর, রতডাঙ্গা, এড়েন্দা, দত্তপাড়া, তালতলা, চালিতাতলা বাজার, বাঁশগ্রাম বাজার, আউড়িয়া বাজার, মুলিয়া বাজার, তুলারামপুর বাজার, চাঁচড়ার মোড় এবং পেড়লি গ্রামে গণসংযোগ এবং নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারা।

মাশরাফি বলেন, আমি এটা ইনজয় করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়ে নড়াইলের সেবা করতে পাঠিয়েছেন। আমি সেই বার্তা পৌঁছে দিতে ছুটে চলছি গ্রামে গ্রামে। আমি অসুস্থতার জন্য নড়াইলে দেরিতে এসেছি। তাই এই অল্প সময়ে নড়াইল-২ আসনের সকল গ্রামে যাওয়ার চেষ্টা করছি। গ্রামে গ্রামে গিয়ে আমি দারুণ সাড়া পাচ্ছি এবং এটা ইনজয় করছি।

তিনি আরও বলেন, গ্রামে গ্রামে গিয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারছি যে আমি নির্বাচনে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ নড়াইলের গ্রামের রাস্তাঘাট অনুন্নত। এখানে অনেক কাজ করার আছে। আমি আনন্দিত যে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করতে কষ্ট করছি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে