ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ততক্ষণে সবকিছু শেষ: ফখরুল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১৬:৩০:২৩
ততক্ষণে সবকিছু শেষ: ফখরুল

রোববার দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী, আবু নুর প্রমুখ।

ফখরুল বলেন, ‘সরকার সব রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাশা করছে, যেটি ইতোমধ্যে প্রমাণি।’

তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে ১০/১১টা পর্যন্ত ভোট মোটামুটি সুষ্ঠু ছিল। পরে সরকারি দল যখন দেখতে পেল, যে হারে ভোটাররা আসছেন, তাতে তাদের ভরাডুবি ঠেকানো যাবে না। তখনই আওয়ামী লীগের গুণ্ডা ও সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় ব্যালটে সিল মারতে থাকে। মুহূর্তে আমার আসনের ১০০ কেন্দ্র দখল হয়ে যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, সব একই রকম।’

ধানের শীষের প্রার্থী বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনেও একই অবস্থা। প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।’

নিজের দুর্ভাগ্যের কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘আমি বারবার রিটার্নিং অফিসারের কাছে গেছি, তাদের ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি। তারা ব্যবস্থা না নেয়ায় ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার নীলনকশা করে সে অনুযায়ী কাজ করছে। এরপরও আমরা যেহেতু নির্বাচনে এসেছি, বিকেল ৪টা পর্যন্ত দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’ সুত্রঃ পরিবর্তন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে