ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শক্তিশালী অবস্থানে তোফায়েল, শঙ্কার মুখে পার্থ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ১১ ২১:০৪:১১
শক্তিশালী অবস্থানে তোফায়েল, শঙ্কার মুখে পার্থ

ভোলার অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন রোধে গত পাঁচ বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে তোফায়েলের প্রচেষ্টায়। ইতিমধ্যে ইলিশা ও রাজাপুরে নদীভাঙন রোধে সিসি ব্লকের কাজ চলছে। ভোলা-বরিশাল সড়ক পথে যাতায়াতের জন্য তেঁতুলিয়া নদীর ওপর নির্মাণ হচ্ছে সেতু। এরই মধ্যে যাচাই হয়েছে সম্ভাব্যতা। আর এসব উদ্যোগের সুফল পাওয়ার আশা করছে আওয়ামী লীগ।

এদিকে ১৯৯৯ সালে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট মিলে গঠন হয় চারদলীয় জোট। তবে ২০০১ সালের নির্বাচনের আগে এরশাদ জোট থেকে বেরিয়ে যান। তবে তার দলের একাংশ বিজেপি নামে আলাদা দল গঠন করে জোটে থেকে যান নাজিউর রহমান মঞ্জু। তবে আসনটিতে সে সময় মনোনয়ন পায় বিএনপি।

যদিও নাজিউরের মৃত্যুর পর ২০০৮ সালে তার ছেলে আন্দালিব রহমান পার্থকে আসনটি ছেড়ে দেয় বিএনপি আর তিনিই সে সময় ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জিতেন।

এবারও পার্থ ছাড়ের আশা করছেন। তবে স্থানীয় বিএনপি আবার নিজেদের প্রার্থী দেয়ার দাবিতে সোচ্চার। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এবার ধানের শীষ পাওয়ার প্রত্যাশায়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিনও মনোনয়নের জন্য লবিং করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনও করা হয়েছে। এ আসন থেকে আমরা গোলাম নবী আলমগীরকে প্রার্থী চাই। তাকে কেন্দ্র করেই দলীয় কর্মকা- এগিয়ে চলছে। তাকে ছাড়া অন্য বিকল্প কোনো প্রার্র্থীর কথা তারা চিন্তা করছিন না আমরা।’

তবে বিজেপি পার্থকে ধরেই সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। দলের সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির ভোলা শাখার সহ-সভাপতি অনুপম দত্ত বলেন, ‘বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালে ২০ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। আগামী নির্বাচনেও তিনি দলের মনোনয়ন পাবেন। এটা প্রায় নিশ্চিত। তারা সেই লক্ষ্যেই কর্মকা- চালিয়ে যাচ্ছেন।’

এটা স্পষ্ট যে বিএনপি ও বিজেপিতে এক ধরনের দ্বন্দ্ব-বিভেদ আছে। শেষ পর্যন্ত বিএনপি যদি ২০০৮ সালের মতোই পার্থকে বেছে নেয়, তাহলে তাকে বিএনপির পূর্ণ সহযোগিতা দরকার পড়বে। আর সেটা এবার তিনি পাবেন কি না, সেটাও দেখার অপেক্ষা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে