ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোট দেয়ার পর সাংবাদিকদের যা বললেন: কাদের

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১০:২১:৫২
ভোট দেয়ার পর সাংবাদিকদের যা বললেন: কাদের

ভোট দেওয়া শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এই এলাকাসহ সারা দেশেই নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। আমার বিশ্বাস যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শান্তিপূর্ণভাবে শেষ হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী।’

ফলাফল যাই হোক মেনে নেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন এটা সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিজয়ের ব্যাপারের বিষয়ে আমি শতভাগ আশাবাদী এবং আমার নির্বাচনী এলাকায় জনগণ যে রায় দেবে, জনগণের রায় আমি মাথা পেতে নেব।’

নির্বাচনে সারাদেশে বিচ্ছিন্ন বিক্ষোভ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভোটের বলি কিন্তু আমরাই হচ্ছি। এ পর্যন্ত ক্যাজুয়ালটির যে খবর, গতকাল পর্যন্ত যে কয়জন ভোটের বলি হয়েছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে যারা নিহত হয়েছে এদের সবাই কিন্তু আমাদেরই লোক। আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা। এখানে কিন্তু প্রতিপক্ষের কেউ কোথাও নিহত হয়েছেন এমন কোনো রিপোর্ট নেই।’

হামলাকারীদের চিহ্নিত করার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো এখানে সাম্প্রদায়িক অপশক্তি, যারা আজকে নৌকার পক্ষে, মহাজোটের পক্ষে গণ জোয়ারের দিশেহারা হয়ে পড়েছে এবং তারা এই বিজয়ের মাসে তাদের যে আবারও একটা পরাজয় হবে, এটা তারা মেনে নিতে পারবে না যে কয়দিন তারা মরণকামড় দিতে পারে। তারা কিন্তু তাদের অপচেষ্টা চালাবে শেষ পর্যন্ত।'

তিনি আরও বলেন, 'সহিংসতা, নাশকতার আশঙ্কা ছিল গতকাল পর্যন্ত। বেশ কিছু জায়গায় তারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে। আজও যে তারা সে ধরণের চেষ্টা করবে না তা নয়। কিন্তু তার পরও সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, র‌্যাব সবাই প্রস্তুত এবং আমাদের দলের নেতাকর্মীরা সব ভোট কেন্দ্রে ভোট রক্ষা করার জন্য তারা থাকবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা অশুভ শক্তি নির্বাচন বানচালে চক্রান্ত করতে না পারে।’সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে